টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা শেখ হুসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিজেপির তরফ থেকে কংগ্রেস নেতার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগ করা হয়েছে। বিজেপির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে নাগপুর পুলিশ।
বিজেপি নেতারা বলেন, হুসেনের প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলার অধিকার নেই। কংগ্রেস নেতা হুসেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিচু স্তরে নেমে গেছেন। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের পথ বেছে নেবে গেরুয়া শিবির।