নেতাজির জন্মদিন পালন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের বিজেপি সরকারের!

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিলো বিজেপি সরকার। কমিটির মাথা তথা সভাপতি রাখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত এ বছর নেতাজীর জন্মজয়ন্তী শ্রদ্ধাঞ্জলি বর্ষ হিসেবে পালন করা হবে দিনটি। এদিকে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রের নতুন এই উচ্চ পর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে থাকবেন বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, লেখক, নেতাজীর পরিবারের সদস্য ও আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।