‘বিজেপি কিনে নিয়েছে মিডিয়াটাকে’, অভিযোগ মমতার

ছবি সুত্রঃ Mamata Banerjee Facebook Page

টিডিএন বাংলা ডেস্ক: নজরুল মঞ্চ থেকে এবার মিডিয়াকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা। মিডিয়া গুলিকে আজ বিজেপি কিনে নিয়েছে তাই তারা বিজেপির মত করে খবর করে বলে অভিযোগ তুললেন মমতা। এদিন মিডিয়ার প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “মিডিয়া ট্রায়েল, টোটাল বিজেপি কিনে নিয়েছে মিডিয়াটাকে।” তবে তিনি এটাও জানিয়ে দেন তিনি মিডিয়া ট্রায়েল করবেন না।

একইসঙ্গে তিনি বিচার ব্যবস্থার উপরেও বিজেপির প্রভাব বিস্তারের কথা বলেন। তাঁর ভাষায়, “আমি বিচার ব্যবস্থার উপরে ভরসা করি এবং আমি জানি বিচার ব্যবস্থার উপর বিজেপির প্রভাব এখন কতটা আছে।”