রাজ্য

বিজেপি ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করছে, অভিযোগ ফিরহাদ হাকিমের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: বিজেপি ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করছে। শুক্রবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, কখনো সেন্ট্রাল এজেন্সির ভয় দেখাচ্ছে, ব্ল্যাকমেল করছে। আর যারা ভিতু, চিন্তিত তারা চলে যাচ্ছে। এই নিয়ে চিন্তার কোন কারণ নেই। ফিরহাদ হাকিম বলেন, তৃণমূল কংগ্রেসে আমরা সবাই কর্মী। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সহযোগী হতে পেরে আমরা ধন্য। যারা আদর্শ নিয়ে লড়াই করে তারা কখনোই দল ছেড়ে যাবে না বলে মন্তব্য তাঁর। দলত্যাগী জিতেন তিওয়ারি আসানসোলকে বঞ্চনা করা হয়েছে বলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন। এদিন পাল্টা জবাব দিলেন মন্ত্রী। গ্রীন সিটি থেকে জল প্রকল্প- আসানসোলের উন্নয়নে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কর্পোরেটদের বিরুদ্ধে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম বলেন, যখন এই বড় লড়াই চলছে তখন কেউ তৃণমূল ছেড়ে গেলে অবশ্যই তা দুর্ভাগ্যের।

Related Articles

Back to top button
error: