টিডিএন বাংলা ডেস্ক : কেরলে বিজেপি নেতাকে নৃশংস ভাবে খুনের ঘটনায় গ্রেফতার এসডিপিআই দলের ৫ নেতা। আলাপ্পুঝায় বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসকে রবিবার খুন করা হয়।
আলাপ্পুঝায় জেলা প্রশাসন সর্বদলীয় শান্তি বৈঠক আয়োজন করে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নির্দেশে এই বৈঠকে যোগদান রাজ্যের মন্ত্রী সাজি চেরিয়ান। অন্যদিকে রঞ্জিতকে খুনের কয়েক ঘণ্টা আগেই এসডিপিআই রাজ্য সম্পাদক কে এস শানকে খুন করা হয়। শানের মৃত্যুর ঘটনায় স্থানীয় দুই আরএসএস নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বিজেপি নেতা রঞ্জিত খুনের ঘটনায় তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ছুটির দিন সাতসকালে ছোট মেয়ে ও বয়স্ক মায়ের সামনে খুন করা হয় তাকে। এমনটাই জানিয়েছেন নিহতের দাদা অভিজিৎ শ্রীনিবাস।