দিল্লিতে বাড়ির সামনে গুলি করে খুন বিজেপি নেতাকে

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে নিজের বাড়ির সামনেই গুলি করে খুন করা হল বিজেপি নেতা জিতু চৌধুরীকে। বুধবার রাত সোয়া আটটা নাগাদ দিল্লির ময়ূর বিহার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি প্রথমে নজরে আসে দিল্লি পুলিশের টহলদারি ভ্যানের। জানা গিয়েছে, ময়ূর বিহার সিওয়ানের সামনে জটলা দেখে দাঁড়ায় দিল্লি পুলিশের টহলদারি ভ্যান। দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন এক ব্যক্তি আর তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দারা জটলা করে দাঁড়িয়ে আছেন। স্থানীয়দের জিজ্ঞাসা করলে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। ওই এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত তিনি। এরপর জিতু চৌধুরীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

দিল্লি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত আততায়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে রাজনৈতিক কোনো শত্রুতা নাকি, ব্যক্তিগত কোনো কারণ রয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ।