উপনির্বাচনে ৪ আসনেই বিশাল ব্যবধানে পরাজয় বিজেপির!

টিডিএন বাংলা ডেস্ক : আজ মঙ্গলবার খড়দহ, শান্তিপুর, দিনহাটা ও গোসাবা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়। গণনা শুরু হতেই একেবারে প্রথম থেকেই তৃণমূলের থেকে বিজেপির দূরত্ব বাড়তে থাকে। গণনা শেষে দেখা যায় চারটি উপনির্বাচনি এলাকাতেই বিশাল ব্যবধানে ভূমিধস বিজয় পেল তৃণমূল কংগ্রেস। খড়দহে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে ৯৩ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। শান্তিপুরে তৃণমূল ৬৪ হাজার ৬৭৫ ভোটে বিজয়ী হয়েছে। দিনহাটাতে ১ লাখ ৬৪ হাজার ৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী তৃণমূল। এছাড়া ১ লক্ষ ৪৩ হাজার ৫১ টি ফোটে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। এই বিশাল জয় স্বাভাবিকভাবেই তৃণমূলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করবে। অন্যদিকে বিজেপি শুধু চারটি আসনে হেরেছে তাই নয় বরং তিনটি আসনে বিজেপি প্রার্থীদের জামানত বাতিল হয়েছে। যা নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অবশ্য প্রথম থেকেই তৃনমূল চারটি আসেনি তাদের বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল।

ভোটে জিতে দিনহাটার প্রার্থী উদয়ন বলেন, ‘‘এটা আনন্দের জয় এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমাদের নেতা-কর্মীরা চ্যালেঞ্জ নিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছি।’’ পাশাপাশি নিশীথের প্রসঙ্গ টেনে উদয়ন আরও বলছেন, ‘‘দিনহাটার বুকে, কোচবিহার জেলায় যে ভগবান তৈরির চেষ্টা হচ্ছিল সে যে শূন্য, তার যে কোনও মূল্য নেই, সেটা আজ প্রমাণ করে দিতে পারলাম। নিশীথ প্রামাণিকের নাম আর কোচবিহার জেলার রাজনীতিতে কেউ নেবে না। তার ব্যবস্থা করে দিতে পারলাম। ও কাগুজে বাঘ।’’ একইসঙ্গে তিনি বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে নিয়ে কটাক্ষ করে বলেন, ‘‘প্রার্থী পায়নি বলেই ওঁকে বলির পাঁঠা করা হয়েছে।’’