কাশী-মথুরা নিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কে বিজেপি মন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : কাশী-মথুরার ২টি সাদা বাড়ি হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করে। তাই এই ২টি ভবন হিন্দুদের হাতেই তুলে দেওয়া উচিৎ বলে মনে করেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা।

ঠিক কী বলেছেন মন্ত্রী? আনন্দ স্বরূপের কথায়, ”মথুরার সাদা কাঠামো হিন্দুদের ব্যথিত করে। একদিন এমন আসবে যখন আদালতের হস্তক্ষেপে তা সরানো হবে। রাম মনোহর লোহিয়া বলেছিলেন, ভারতের মুসলিমদের বিশ্বাস করতে হবে রাম এবং কৃষ্ণ তাঁদের পূর্বপুরুষ। বাবর, আকবর এবং ঔরঙ্গজেব আক্রমণকারী। তাঁদের তৈরি কোনও ভবনের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না।” এরপরই মন্ত্রী বলে বসেন, ”মুসলিম সম্প্রদায়েরই এই বিষয়ে এগিয়ে আসা উচিৎ। মথুরায় শ্রী কৃষ্ণ জন্মভূমি কমপ্লেক্সে অবস্থিত সাদা কাঠামোটি হিন্দুদের হাতে তুলে দেওয়া উচিত তাঁদের।”
মন্ত্রীর দাবি, ”দেশের সব মুসলিম ধর্মান্তরিত। ইতিহাস ঘাঁটলে বোঝা যাবে ২০০-২৫০ বছর আগে তাঁরা হিন্দু থেকে ইসলাম ধর্মগ্রহণ করেছেন। সেই সব ধর্মান্তরিতদের আমরা ঘরওয়াপির জন্য আহ্বান জানাচ্ছি। ভারতের মৌলিক সংস্কৃতি হল ‘হিন্দুত্ব’ এবং ‘ভারতীয়তা’।”