টিডিএন বাংলা ডেস্ক: মসজিদে গণেশ মূর্তি বসানোর হুমকি দিলেন এক বিজেপি বিধায়ক ও এক হিন্দুত্ববাদী নেতা। ইদগাহ ময়দানে অনুষ্ঠিত গণেশ উৎসব থেকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতা ও হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে।
জানা গিয়েছে, বিজেপি বিধায়ক বসনা গৌড়া ইয়াতনাল একটি ঘৃণা-উদ্দীপক বিবৃতিতে বলেছেন, এই ময়দানটিকে যদি ইদগাহ ময়দান বলা হয় তবে এটিকে রানি চেন্নাম্মা ময়দান বলা উচিত কারণ তিনি সাভারে জন্মগ্রহণ করেছিলেন।
প্রসঙ্গত, গণেশ উৎসব উপলক্ষে হুবলির ইদগাহ ময়দানে গণেশ মূর্তি স্থাপনের অনুমতি দিয়েছে হাইকোর্ট। ইদগাহ ময়দানে একটি গণেশ মূর্তিও স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার গণেশ মূর্তির বিসর্জন যাত্রাও আয়োজিত হয়। যাত্রার আগে ইয়াতনাল ইদগাহ ময়দানে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “হুবলির ইদগাহ ময়দান কারও বাবার সম্পত্তি নয়। আঞ্জুমান আল্লাহর সম্পত্তি, পাকিস্তানের সম্পত্তি নয়। এটা সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য আমরা লড়াই করছি। আমরা এই মাটিতে হনুমান চালিসা পাঠ করব।” পাশাপাশি এদিন তিনি আরও বলেন, “২০২৪ সালে, নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, তারপর আমরা পাকিস্তানের লাহোরেও গণপতি মূর্তি স্থাপন করব।”
অন্যদিকে শ্রী রাম সেনার সভাপতি প্রমোদ মুথালিক বলেন, “হিন্দু সমাজকে অপমান করা হলে আমরা মসজিদে গণপতি বসাব।” তিনি আরও বলেন, “আঞ্জুমান আদালতে যাচ্ছি এটা ঠিক নয়। তোমার অহংকার ঠিক নয়। এটা পাকিস্তান নয়, আফগানিস্তান নয়। এটা আমাদের ল্যান্ড অ্যান্ড গ্রাউন্ডস কর্পোরেশনের সম্পত্তি।”