টিডিএন বাংলা ডেস্ক : বিজেপি নেতা মনীশ গ্রোভারকে মন্দিরে আটকে রাখার জের। চোখ উপড়ে নেওয়ার, হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন হরিয়ানার বিজেপি সাংসদ অরিন্দম শর্মা। এক অনুষ্ঠানে সাংসদের এই মন্তব্যে হাততালির ঝড় ওঠে। তাঁর আরও সংযোজন, কংগ্রেস শুধু ২৫ বছর ধরে ঘুরেই বেড়াচ্ছে। বিজেপি ২০১৯ এর ভোটে দুষ্যন্ত চৌতলার জেজেপির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় রয়েছে।
ঘটনার সূত্রপাত শুক্রবার। বিজেপি নেতা মনীশ গ্রোভারকে রোহতকের কিলোই গ্রামে আটকে রাখা হয়। একটি মন্দিরের ভেতরে তাঁকে আটকে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। তাঁদের রাগের কারণ, গ্রোভার আন্দোলনরত কৃষকদের বেকার মদ্যপ বলে কটাক্ষ করেছিলেন। সেই কারণে গ্রোভারকে ৮ ঘণ্টা আটকে রাখা হয়। এমনকী শেষমেশ তাঁকে হাতজোড় করে ক্ষমাও চাইতে শোনা যায়। এরপরই কৃষকরা তাঁকে ছেড়ে দেয়। যদিও ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন গ্রোভার। তাঁর পাল্টা দাবি, ”বাইরে যারা দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আমাকে হাত নাড়তে বলা হয়। ক্ষমা চাইনি। যখন ইচ্ছে হবে, এই মন্দিরে আসব।” সেই ঘটনার রেশ চলল তার পরের দিনও। কংগ্রেসকে উদ্দেশ্য করে পরোক্ষে হুঁশিয়ারি দেন হরিয়ানার বিজেপি সাংসদ অরিন্দম শর্মা। সাংসদের কথায়, যেই তাঁর সহকর্মীর বিরোধিতা করবে তিনি তাঁর চোখ উপড়ে নেবেন। হাত কেটে দেবেন।
উল্লেখ্য কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করছেন হরিয়ানা-পাঞ্জাবের কৃষকরা। গত বছর নভেম্বর থেকে শুরু হয়ে তাদের আন্দোলন। কিন্তু তাতেও টনক নড়ছে না কেন্দ্রীয় সরকারের। উল্টে তাদের কাঁটা ঘায়ে নুনের ছিঁটে দিয়ে চলেছেন বিজেপি নেতারা।