HighlightNewsদেশ

Haryana: মণীশ গ্রোভারের দিকে চোখ তুললে চোখ উপড়ে নেব, গায়ে হাত দিলে হাত কেটে নেব : বিজেপি সাংসদ অরবিন্দ শর্মা

টিডিএন বাংলা ডেস্ক : বিজেপি নেতা মণীশ গ্রোভারের দিকে চোখ তুললে চোখ উপড়ে নেওয়ার, গায়ে হাত দিলে হাত কেটে নেওয়ার হুমকি দিলেন হরিয়ানার বিজেপি সাংসদ অরবিন্দ শর্মা। বিজেপি সাংসদ অরবিন্দ শর্মার এই মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে হরিয়ানার রাজনৈতিক মহল। জানা গিয়েছে শনিবার এক জনসভাতে তিনি বলেন, “কংগ্রেস এবং দীপেন্দ্র হুডার শুনে রাখা উচিত, কেউ যদি বিজেপি নেতা মণীশ গ্রোভারের দিকে চোখ তুলে তাকান তাঁর চোখ উপড়ে নেব। যদি গায়ে হাত পড়ে তা হলে সেই হাত কেটে নেব।” তাঁর এই হুমকি শুনে অবশ্য হাততালিতে ফেটে পড়ছিল সভার শ্রোতারা।

উল্লেখ্য যে, শুক্রবার বিজেপি নেতা মণীশ গ্রোভার-সহ দলের বেশ কয়েক জন নেতা-মন্ত্রী রোহতকের কিলোই গ্রামে গিয়েছিলেন। সেখানে কৃষকরা তাদেরকে একটি মন্দিরের ভিতরে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। মণীশের বিরুদ্ধে তাদের ক্ষোভের কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নতুন কৃষি আইনের প্রতিবাদীদের ‘কর্মহীন মদ্যপ’ বলে কটাক্ষ করেছেন। আর এই কারনেই তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান কৃষকরা। আট ঘণ্টা ধরে আটক থাকার পর অবশেষে মুক্তি পান মণীশ। সেই ঘটনারই রেশ টেনে শনিবার জনসভা থেকে হুমকি দেন বিজেপি সাংসদ। নতুন কৃষি আইনের বিরুদ্ধে এক বছর ধরে দিল্লির সীমান্তে প্রতিবাদ জানাচ্ছেন হরিয়ানা, পঞ্জাবের কৃষকরা। শুক্রবার রোহতকের কিলোই গ্রামে গিয়ে প্রতিবাদীদের বিরুদ্ধে ‘আপত্তিজনক’ মন্তব্য করায় বিজেপি নেতা মণীশ-সহ দলের বেশ কয়েক জনকে ঘেরাও করেন কৃষকরা।

Related Articles

Back to top button
error: