বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং দেখিয়ে ছিলেন ‘কেরল স্টোরি’, সেই মেয়েই পালিয়ে গেলেন মুসলিম প্রেমিকের সাথে 

টিডিএন বাংলা ডেস্ক: সব সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ভোপালের ১৯ বছর বয়সী নার্সিং পড়ুয়া হিন্দু ছাত্রীকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখিয়ে ছিলেন ‘কেরল স্টোরি’ সিনেমি। পরামর্শ দিয়েছিলেন তার মুসলিম প্রেমিকের কাছ থেকে দূরে থাকার জন্য। কিন্তু বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের পরামর্শ না মেনে এবার সেই মেয়েই পালিয়ে গেলেন তার মুসলিম প্রেমিকের সাথে। এমনই ঘটনার সাক্ষী থাকলো ভোপালের নয়া বাসেরা এলাকা।

এই ঘটনায় ভোপালের কমলা নগর থানায় ওই হিন্দু ছাত্রীর পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, তাদের মেয়ের মুসলিম প্রেমীক ইউসুফ মেয়েকে মিষ্টি কথা বলে ফাঁদে ফেলেছে এবং পরে তাকে নিয়ে পালিয়ে গেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সেই হিন্দু নার্সিং পড়ুয়া নিজেই। তিনি পুলিশের কাছে তার স্বীকারোক্তিতে বলেছে যে সে তার নিজের ইচ্ছায় ইউসুফের সাথে পালিয়ে এসেছেন। জানা গিয়েছে, ৩০ মে ওই মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করা হয়েছিল।

উল্লেখ্য যে, ‘কেরালা স্টোরি’ গল্পটি কেরালার একজন হিন্দু মহিলার গল্প অনুসরণ করে, যার চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। ইসলাম গ্রহণের জন্য তাকে মগজ ধোলাই করা হয় এবং সিরিয়ায় পাঠানো হয়, যেখানে তাকে সন্ত্রাসী সংগঠন আইএস-এ যোগ দিতে বাধ্য করা হয়। গত বছর এর টিজার মুক্তির পর থেকেই বিতর্কের মুখে পড়ে ছবিটি। কিন্তু সেই সিনেমা দেখিয়েও শেষ পর্যন্ত ওই মেয়েটিকে আঁটকাতে পারলেন না বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। বোধ হয় একেই বলে প্রেমের টানে।