HighlightNewsদেশ

মালেগাঁও বিস্ফোরক মামলায় আদালতে নিয়মিত হাজিরা দেওয়ার থেকে রেহাই পেলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বইয়ে এনআইএর একটি বিশেষ আদালতে মালেগাঁও বিস্ফোরক মামলায় কোর্টে নিয়মিত হাজিরা দেওয়ার থেকে রেহাই দেওয়া হল বিজেপি সাংসদ ঠাকুরকে। এই মামলার সাতজন অভিযুক্তদের মধ্যে প্রজ্ঞা ঠাকুরও একজন। এনআইএ এই মামলার তদন্ত করছে। সোমবার এই মামলায় আদালতে হাজিরা দিয়েছিলেন প্রজ্ঞা ঠাকুর। মঙ্গলবার বিচারপতি পি আর সাত্রে নিয়মিত আদালতে হাজিরা দেওয়ার থেকে রেহাই দেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে। এর আগে আইনজীবী জে পি মিশ্র স্বাস্থ্য এবং সুরক্ষার কারণে প্রজ্ঞা ঠাকুরের নিয়মিত রূপে আদালতে আসতে অসুবিধা হওয়ার কারণ দেখিয়ে একটি পিটিশন দাখিল করেছিলেন।

প্রসঙ্গত,২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওতে একটি মসজিদের কাছে একটি বাইকে বেঁধে রাখা বিস্ফোরক ফেটে ৬ ব্যক্তির মৃত্যু হয় আহত হন প্রায় ১০০ জন মানুষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত প্রজ্ঞা ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, সমীর কুলকর্ণী, রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, সুধাকর দ্বিবেদী এবং অজয় রাহিরকরের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করেছিল। এই মামলার ৪০০ জন সাক্ষীদের মধ্যে এখনো পর্যন্ত ১৪০ জনের সাক্ষ্য পরীক্ষা করা হয়ে গেছে।

Related Articles

Back to top button
error: