টিডিএন বাংলা ডেস্ক: “ব্রাহ্মণকে ব্রাহ্মণ বললে রেগে যায় না,শূদ্রকে শূদ্র বললে রেগে যায় কেন?”মধ্যপ্রদেশের সোহোরে এক ক্ষত্রিয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শুদ্রদের নিয়ে এমনই এক বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। ধর্মশাস্ত্রের কথা উল্লেখ করতে গিয়ে প্রজ্ঞা ঠাকুর বলেন, আমরা কোনও ক্ষত্রিয়কে ক্ষত্রিয় বললে তাঁদের খারাপ লাগে না। যদি ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলি, তাহলে তাঁদের খারাপ লাগে না। বৈশ্যকে বৈশ্য বললেও তাঁদের খারাপ লাগে না। কিন্তু যদি কোনও শুদ্রকে শুদ্র বলি তাহলে তাঁদের রাগ হয়। কারণ কী? কারণ, তাঁরা বোঝেন না।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন,ধর্মশাস্ত্রে আমাদের সমাজকে চারভাগে ভাগ করা হয়েছে। শুধু তাই নয় প্রজ্ঞার মন্তব্য জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন তাঁদের ওপর প্রজোয্য হওয়া উচিত, যাঁরা দেশ বিরোধী কাজকর্মে যুক্ত…যাঁরা দেশের জন্য জীবন ধারন করছেন, তাঁদের ওপর তা প্রযোজ্য নয়।
এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সংবাদমাধ্যমকে তিনি আরো বলেন,”তৃণমূল নেত্রী পাগল হয়ে গিয়েছেন।“ তাঁকে বুঝতে হবে এটা ভারত, পাকিস্তান নয়। হিন্দুরা দেশকে সুরক্ষিত করার প্রস্তুতি নিচ্ছে। তাঁরা তাঁকে জবাব দেবেন। বিজেপি রাজ্যের বিধানসভা নির্বাচনে জিতবে। হিন্দুরাজ শুরু হবে বাংলায়।