মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, নীতিশ কুমারের কাছে দাবি বিজেপি সাংসদের

টিডিএন বাংলা ডেস্ক: মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। ফের একবার ক্ষমতায় আসতেই এনডিএ নেতৃত্বাধীন নীতিশ সরকারের কাছে দাবি জানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক ট্যুইটে তিনি লেখেন, ‘‌‘রাজ্য মদ বিক্রির উপর যে ‌নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিয়মে কিছু পরিবর্তন আনুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যাদের মদ খাওয়ার বা বিক্রি করার, তারা পাশের রাজ্যগুলোর সাহায্যে সহজেই সেই কাজ করে ফেলছে। কিন্তু এতে রাজ্যের রাজস্বের ক্ষতি হচ্ছে, হোটেল ব্যবসা মার খাচ্ছে এবং পুলিশ ও রাজস্ব বিভাগেও দুর্নীতি হচ্ছে।’‌’‌