HighlightNewsদেশ

BJP-NDA ফাটল চরমে, সতর্ক হওয়ার বার্তা NDA এর

টিডিএন বাংলা ডেস্ক : বিহারে বিজেপি-এনডিএ জোটের কোন্দল ফের প্রকাশ্যে। বিজেপি বিধায়কের মুসলিম সম্প্রদায়ের ভোটাধিকার প্রত্যাহারের দাবির পরেই, জেডি-ইউ শরিক বিজেপিকে তার বিধায়কদের সংযত থাকার বার্তা দিল। জেডি(ইউ)-র স্পষ্ট বার্তা, এভাবে চললে সরকার বেশিদিন চালানো সম্ভব হবে না।

জেডি-ইউ জাতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা তারকিশোর প্রসাদকে ডেকে বিজেপি বিধায়কদের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। লালন সিং এর ঘনিষ্ঠ সূত্রে খবর, তিনি মধুবনী জেলার বিপসি কেন্দ্রের বিজেপি বিধায়ক হরি ভূষণ ঠাকুরের দেওয়া বিবৃতিকে কঠোরভাবে সমালোচনা করেছেন। কদিন আগেই ওই বিজেপি বিধায়ক বলেন, কেন্দ্রের উচিৎ মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার প্রত্যাহার করা এবং তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা। জেডি(ইউ) নেতা লালন সিং-এর ঘনিষ্ঠ সূত্র অনুসারে তিনি বলেছেন, “বিজেপি নেতারা যেভাবে জনসমক্ষে বিবৃতি দিচ্ছেন তাতে রাজ্য সরকার বেশিদিন চলবে না। বিজেপির তুলনায় জেডি-ইউ-এর বিধায়ক সংখ্যা কম। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব ছাড়পত্র দেওয়ার পরে নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কোনও দর কষাকষি করে মুখ্যমন্ত্রী হননি।” তিনি আরও জানান, নীতীশ কুমারও বিহারের বিজেপি নেতাদের বক্তব্যে খুশি নন ।

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভ বিজেপির মূল লক্ষ্য। এই মুহূর্তে বিজেপি জোটসঙ্গী নীতীশ কুমারকে চটাতে চাইছে না। কারণ এর আগে একাধিকবার বেশকিছু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। সেকথা মাথায় রেখে আপাতত ধীরে চলো নীতিতেই বিহারে চলতে চাইছে বিজেপি।

Related Articles

Back to top button
error: