টিডিএন বাংলা ডেস্ক: আজ, মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ডের বৈঠক হবে। সূত্রের খবর, এই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নাম নিয়ে আলোচনা করা হবে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজেপির তরফে ইতিমধ্যেই ১৪ জনের একটি দল গঠন করা হয়েছে। এই দলের মধ্যে শামিল রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, তিনজন বিজেপি সাধারণ সম্পাদক ছাড়াও বেশ কয়েকজন নেতা ও মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রবিবার এই বিশেষ দলের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।