কেরল ভোটে বিজেপি ঢেলেছিল ৪১.৪ কোটি টাকা!

টিডিএন বাংলা ডেস্ক : কেরল বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি খরচ করেছে ৪১.৪ কোটি টাকা। আর এই টাকাটা পুরোটাই এসেছে কর্ণাটক থেকে। কোদাকারা ব্ল্যাক মানি মামলার তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে স্পেশাল ইনভেস্টিগেসন টিম (সিট)।

এই রিপোর্ট পাঠানো হয়েছে ইডি, নির্বাচন কমিশন এবং আয়কর দফতরকে। এই তদন্তে নেতৃত্ব দিয়েছেন অ্যাসিস্টান্ট কমিশনার অফ পুলিশ ভি কে রাজু।

সিটের রিপোর্ট অনুসারে, গত ৬ মার্চ ওই টাকা আসে বেঙ্গালুরু থেকে। এই টাকার কিছু অংশ ব্যবহার করা হয় কোন্নি বিধানসভা কেন্দ্রে। যে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। বিরাট অঙ্কের ওই টাকা বিজেপি নেতৃত্বের মধ্যে ৫ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হয়েছিলো। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, কেরালায় পুর নির্বাচনের আগেও টাকা এসেছিল বেঙ্গালুরু থেকে। সেই পরিমাণটাও নেহাত কম নয়। ১২ কোটি টাকা এসেছিল কন্নড়ভূমি থেকে। কোদাকারাতে যে টাকা ছিনতাই হয় তা বিজেপি নেতৃত্বের জ্ঞাতসারেই আনা হচ্ছিলো। সালেম থেকে চুরি যাওয়া ৪.৪ কোটি টাকা পাঠানোর কথা ছিলো পালাক্কাডে।