মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে বিজেপির মিছিল

টিডিএন বাংলা ডেস্ক: মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে মিছিল করলো বিজেপি। আজ কলকাতার তারাতলায় এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এদিকে ধর্মঘটের দিনেই মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। তারাতলায় গার্ডরেল ভেঙে বিক্ষোভ করে বিজেপি। যদিও লাঠিচার্জ ও বেশ কয়েকজন কর্মী সমর্থককে আটক করে পুলিশ।