HighlightNewsদেশ

“ঘৃণার বীজ বপন করছেন”, রাহুল গান্ধীর “বুলডোজার” মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির পাল্টা জবাব

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি এবং মধ্যপ্রদেশের সংঘর্ষ বিধ্বস্ত এলাকায় বুলডোজারের ব্যবহার নিয়ে রাহুল গান্ধীর কেন্দ্র সরকারকে আক্রমণের পর বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা “ঘৃণার বীজ বপন” করার অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেছেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন এবং বিদ্বেষের বীজ বপন করছেন।
দিল্লি এবং মধ্যপ্রদেশে বুলডোজার চালানোর বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”যে দলের ইতিহাস দুর্নীতি এবং দাঙ্গার সঙ্গে যুক্ত তার কাছ থেকে আপনি এটাই আশা করতে পারেন।” অনুরাগ ঠাকুর আরো বলেন,”উনি ঘৃণার বীজ বপন করে দেশের কোন উপকার করছেন না। উনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।”
প্রসঙ্গত, দিল্লি এবং মধ্যপ্রদেশের সংঘর্ষ বিধ্বস্ত এলাকায় বুলডোজারের ব্যবহার নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ঘৃণার বুলডোজার” বন্ধ করে পাওয়ার প্লান্ট চালু করার আহ্বান জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের ওই মন্তব্যেরই পাল্টা জবাব দেন এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একই সঙ্গে শাসকদলের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ করার জন্য আম আদমি পার্টির বিরুদ্ধেও মন্তব্য করেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, আম আদমি পার্টির হেডকোয়ার্টার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া উচিত। শুধু তাই নয়, অনুরাগ ঠাকুরের অভিযোগ, আম আদমি পার্টি এমন একটি দল যারা ক্ষমতার জন্য সন্ত্রাসীদের সাথে আপোষ করার পর্যায়ে চলে যায়। তিনি আরো বলেন, রাজনীতি মানে আদর্শ ও নীতি দিয়ে সমাজ পরিবর্তন করা কিন্তু কিছু মানুষ এর মান কমাতে দৃঢ় প্রতিজ্ঞ।

Related Articles

Back to top button
error: