বিজেপি সমর্থকরাই সবথেকে বেশি গো-মাংস রপ্তানি করে, মন্তব্য কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার

টিডিএন বাংলা ডেস্ক: গো হত্যা বন্ধে কর্ণাটকের বিজেপি শাসিত সরকারের নতুন আইন নিয়ে আসার পরেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই কংগ্রেস নেতা বলেন, ‘অত্যন্ত অবৈজ্ঞানিক স্বৈরাচারী পন্থায় ওই আইনটি প্রণয়ন করা হয়েছে। আমি চাই গরুর মাংসের রপ্তানি বন্ধ হোক। আর এই বিষয়ে গোটা দেশজুড়ে একটিই মাত্র আইন করা হোক। কিন্তু, আপনারা যদি খতিয়ে দেখেন তাহলে লক্ষ্য করবেন যারা গরুর মাংসের রপ্তানির কাজে যুক্ত রয়েছে তারা বেশিরভাগই বিজেপি সমর্থক।

তিনি আরো বলেন, ২০১৪ সালে দেশের ক্ষমতায় নরেন্দ্র মোদির সরকার আসার পরেই গরুর মাংসের রপ্তানি বেড়েছে। পুরনো বছরগুলির পরিসংখ্যান দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে।