“বিজেপি হারলে তাদের অহংকার ভাঙবে”; বাংলায় সাংবাদিক সম্মেলন করে জানালেন দিল্লিতে আন্দোলনরত কৃষক নেতারা 

ফাইল ছবি

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লিতে কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকরা আজ পশ্চিমবঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে কৃষক নেতারা জানান, তাঁরা কোন দলের সমর্থন করছেন না। যদিও তারা বলেন, পশ্চিমবঙ্গ নির্বাচনে যদি বিজেপি হেরে যায় তাহলে বিজেপির অহংকার ভাঙবে এবং এরপর কৃষকদের কথা মানা হবে।

কিষান একতা মোর্চার তরফ থেকে একটি টুইট করে বলা হয়েছে,”আমাদের কৃষক নেতারা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘নো ভোট টু বিজেপি’ অভিযান শুরু করেছেন। আমরা জনগণকে সেই দলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছি, যা কৃষক বিরোধী আইন নিয়ে আসে।”