HighlightNewsদেশ

ভারসাম্যহীন যুবককে ‘জয় শ্রীরাম’ বলে থুতু চাটতে বাধ্য করল বিজেপি কর্মীরা

টিডিএন বাংলা ডেস্ক : জিশান খান নামের ৩২বছর বয়সি এক মানসিক ভারসাম্যহীন যুবককে ‘জয় শ্রীরাম’ বলতে ও একইসঙ্গে থুতু চাটতে বাধ্য করার অভিযোগ উঠল ঝাড়খণ্ডের ধানবাদ শহরের বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীরা সেখানে প্রধানমন্ত্রীর কনভয় আটকে রাখার প্রতিবাদ জানাচ্ছিল বলে জানা গিয়েছে।
সে সময় সেখানে উপস্থিত ছিলেন, ধানবাদের বিজেপি বিধায়ক রাজ সিনহা এবং ধানবাদের সাংসদ পি এন সিং। তাদের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটায় নিন্দা শুরু হয়েছে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরালও হয়েছে। অবশ্য ভিডিও দেখে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিতু শাও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ সিংকে অবিলম্বে ঘটনার তদন্ত করে অপরাধীদের পাকড়াও করতে এবং তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

জিশান খানের ভাই রেহান জানান, তাঁর ভাই জুম্মার নামায পড়ার জন্যে মসজিদে গিয়েছিল। কিন্তু সে কখন মসজিদ থেকে বের হয়ে গিয়েছিল তা খেয়াল করেননি তারা। তিনি আরও বলেন, এক সময়ে চেন্নাইতে সে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিল। কিন্তু শেষ করতে পারেনি। তখন থেকেই তার মানসিক ভারসাম্যহীনতার সমস্যা দেখা দেয়। হঠাৎ হঠাৎ ওর মুড বদলে যায়। চিকিৎসার জন্য ওকে রাঁচির মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু করোনা অতিমারির জন্য বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল।

এই ঘটনা প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, ‘ডিসি ধানবাদ, দয়া করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন এবং অবিলম্বে জানান। ঝাড়খণ্ডের শান্তিপ্রিয় মানুষের মধ্যে বিদ্বেষের কোনও জায়গা নেই।’ অন্যদিকে ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ সিং বলেন, ধানবাদ পুলিশ এটি তদন্ত করছে ও একটি এফআইআর দায়ের করেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ইতিপূর্বেই ঝাড়খন্ড বিধান সভায় মব লিনচিং বন্ধ করতে একটি বিল পাস করা হয়েছে। সেখানে এই ধরনের অপরাধে জন্য কঠোর সাজার কথা বলা হয়েছে। কিন্তু এর পরেও নিগ্রহ বা হয়রানি বন্ধ করা যায়নি।

Related Articles

Back to top button
error: