HighlightNewsদেশ

বিজেপির নির্বাচনী প্রতীক নিষিদ্ধ করা উচিত, দাবি মুলসলিম লীগের

টিডিএন বাংলা ডেস্ক: মুসলিম লীগ বিজেপির নির্বাচনী প্রতীক নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। মুসলিম লীগের তরফে আদালতে বলা হয়েছে, হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মই পদ্মকে ধর্মীয় প্রতীক হিসেবে বর্ণনা করেছে। ভারতীয় মুসলিম লীগ সোমবার সুপ্রিম কোর্টকে ধর্মের সঙ্গে যুক্ত নির্বাচনী প্রতীক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। মুসলিম লীগ বলেছে, পদ্ম ফুলের সঙ্গে হিন্দু দেব-দেবীর সম্পর্ক রয়েছে, তাই এটি নিষিদ্ধ করা উচিত। রাজনৈতিক দলগুলিকে ধর্মীয় নাম এবং প্রতীক ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য একটি পিটিশনে বিজেপিকে বিবাদী করার দাবিও করা হয়েছে।

প্রসঙ্গত, সৈয়দ ওয়াসিম রিজভি (বর্তমানে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী), উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে দলগুলির নামে ধর্মীয় শব্দ ব্যবহার করা উচিত নয়।বিচারপতি এমআর শাহ ও সিটি রবি কুমারের বেঞ্চের সামনে মুসলিম লীগের আইনজীবী দুষ্যন্ত দাভের বক্তব্য, বিজেপি ছাড়াও ২৬টি দলের নির্বাচনী প্রতীকও ধর্মীয়। তাঁদেরও বিবাদী করা উচিত। এর মধ্যে রয়েছে শিবসেনা, হিন্দু সেনা, হিন্দু মহাসভা, খ্রিস্টান ডেমোক্রেটিক ফ্রন্ট, শিরোমণি আকালি দল এবং ইসলাম পার্টি।
আইনজীবী ডেভ বলেন, বিজেপি ছাড়াও আমরা এই মামলায় ২৬টি পক্ষকে বিবাদী করার জন্য আবেদন করেছি। এটা বিবেচনা করা উচিত। তিনি বলেন, হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই পদ্মকে ধর্মীয় রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল এবং সিনিয়র অ্যাডভোকেট কেকে ভেনুগোপাল আবেদনের বিরুদ্ধে এআইএমআইএম-এর পক্ষে আদালতে হাজির হন৷ তিনি এই পিটিশন নিয়েই প্রশ্ন তুলে বলেন, পিটিশন দায়েরকারী দলের কোনও মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে না, তাই আবেদনটি খারিজ করা উচিত। তিনি বলেন, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি মামলা দিল্লি আদালতে বিচারাধীন।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে সৈয়দ ওয়াসিম রিজভীর আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, ধর্মের নামে ভোট চাওয়া অবৈধ। এমতাবস্থায় দলের নামও ধর্মভিত্তিক হতে পারে না, যে দলই তার নামে বা নির্বাচনী প্রতীকে ধর্মীয় প্রতীক ব্যবহার করুক না কেন, তা পরিবর্তন করতে হবে।

Related Articles

Back to top button
error: