দেশ
নয়া কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল বিজেপির শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি
টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল বিজেপির শরিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল নিজেই বিজেপি থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। মূলত আন্দোলনরত কৃষকদের সঙ্গে বিজেপি নেতাদের অসংবেদনশীল আচরণের অভিযোগ তুলেই এনডিএ ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।পাশাপাশি লোকসভার প্রাক্তন সাংসদ হরিন্দর সিং খালসাও ইস্তফা দিয়েছেন।