HighlightNewsদেশ

কর্নাটকে ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি-এনআরসির প্রতিশ্রুতি বিজেপির, হিন্দুত্ব-মেরুকরণই এক মাত্র অস্ত্র বিজেপির!

টিডিএন বাংলা ডেস্ক: কর্নাটকে ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি ও এনআরসির চাল করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির নির্বাচনি ইস্তেহারে। ক্ষমতা ধরে রাখতে কি তাহলে হিন্দুত্ব এবং মেরুকরণই এক মাত্র অস্ত্র বিজেপির! এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির নির্বাচনি ইস্তেহার প্রকাশের পর থেকেই। সামনে বিধানসভা নির্বাচন দক্ষিণের রাজ্য কর্নাটকে। সেই মত শুরু হয়ে গিয়েছে প্রচার প্রপাগান্ডা। তারই ধারাবাহিকতায় আজ সোমবার কর্নাটকে বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন ইস্তাহার প্রকাশ করে তিনি ঘোষণা করেন, এই নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরলে কর্নাটকে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে। পাশাপাশি চালু করা হবে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস।

আজ বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হতেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। এই কর্নাটকই দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে ক্ষমতায় আছে বিজেপি। ফলে এই রাজ্যে ক্ষমতায় টিকে থাকাটা বিজেপির জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ। যদিও উত্তরপ্রদেশ, গোয়া, গুজরাত, অসম, মণিপুর, ত্রিপুরা, উত্তরাখণ্ডের মত রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় ফিরে এসে তাদের ক্ষমতার প্রমাণ দিয়েছে। তবুও কর্নাটকের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপির অবস্থান মোটেই ভালো নয়। তার উপরে সেখানকার বেশিরভাগ প্রাক নির্বাচনী সমীক্ষা রিপোর্টই গেরুয়া শিবিরকে হতাশ করেছে। এই পরিস্থিতিতে চেনা পথেই হাঁটল গেরুয়া শিবির।

ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি বা নাগরিকত্ব আইন এবং ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি আসলে কি?

Related Articles

Back to top button
error: