টিডিএন বাংলা ডেস্ক: দেশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিতর্কিত ৩টি বিল সংসদে পাশ করাতে অস্বাভাবিক তাড়াহুড়ো শুরু করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। কিন্তু এই বিতর্কিত ৩টি বিলের বিভিন্ন দিক নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলে প্রতিবাদ জানিয়েছে ক্ষুব্ধ বিরোধীদের একাংশ। আর মাত্র কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তাই বিজেপির এই তাড়াহুড়ো কিনা সেই প্রশ্নও তুলেছেন বিরোধীরা। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত আইনগুলি পাল্টে দেওয়ার এই তিনটি বিল পাশ করাতে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। তারপর দ্রুততার সঙ্গে আজ থেকে শুরু হয়ে গেল স্থায়ী কমিটির বৈঠক। সরকারের এই অতিউৎসাহকেই সন্দেহের চোখে দেখছে বিরোধীরা। বিজেপি তাড়াহুড়ো করলেও বিরোধীরা বিলটিকে নিয়ে বিস্তারিত আলোচনা চাইছেন। অন্যদিকে বিরোধীদের এই দাবি আসলে বিল পাশ করাতে অনাবশ্যক দেরি করানোর কৌশল বলে অভিযোগ তুলেছে বিজেপি।
জানা গিয়েছে, নতুন যে তিনটি বিল লোকসভায় পেশ করা হয়েছে সেগুলি হল- ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আজ আলোচনা শুরু হতেই আপত্তি তোলেন বিরোধী জোটের দুই শরিক তৃণমূল ও ডিএমকে। ওই বিলগুলির শিরোনাম হিন্দিতে হওয়া নিয়ে আপত্তি তোলেন জেডিইউ, তৃণমূল এমনকি কংগ্রেসের এক হিন্দিভাষী সাংসদও।