HighlightNewsদেশ

দক্ষিণে শক্তি বাড়াতে আসন্ন নির্বাচনে তেলেঙ্গানায় জনসেনা পার্টির সঙ্গে আসন সমঝোতা বিজেপির 

টিডিএন বাংলা ডেস্ক: সামনের লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে শক্তি ও আসন বাড়াতে মাঠে নেমেছে বিজেপি নেতারা। তারই অংশ হিসেবে এবার তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনে জনসেনা পার্টির সঙ্গে আসন সমঝোতা করার সিদ্ধান্ত নিল বিজেপি নেতৃত্ব।

আর মাত্র কয়েকটা মাস পরেই দেশ জুড়ে শুরু হবে লোকসভা নির্বাচন। সব দলগুলিই নিজের মতো করে শুরু করেছে প্রচার প্রপাগান্ডা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে পরাজিত করতে বদ্ধপরিকর বিরোধী দলীয় জোট ইন্ডিয়া। বিশেষ করে দাক্ষিণাত্য থেকে বিজেপিকে সম্পূর্ণ মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলীয় জোটের শরিক দলগুলো। এমন আবহের মধ্যেই ৫টি রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সবাই লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবে দেখছেন। তাই সব কয়টি রাজ্যেই সর্বাধিক সংখ্যক আসন দখল করাকে গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি।

জানা গিয়েছে, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের তেলেগু রাজ্যের একমাত্র জাতীয় গণতান্ত্রিক জোটের মিত্র পবন কল্যাণের নেতৃত্বাধীন জনসেনা পার্টি (জেএসপি) আসন্ন তেলেঙ্গানা নির্বাচনে ১০-১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং জনসেনা পার্টি (জেএসপি) উভয় সূত্র থেকেই খবরটি নিশ্চিত করেছে দ্য কুইন্ট। আগামী কয়েক দিনের মধ্যে জেএসপি প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। তাদের নাম বিজেপির দ্বিতীয় তালিকায় স্থান পাবে।

এমনিতেই দক্ষিণের রাজ্যগুলোতে বিজেপি বা আরএসএসের প্রভাব বরাবরই কম ছিল। তার উপর কর্নাটকে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে অনেকটাই ব্যাকফুটে বিজেপি। তাই যে কোনো মূল্যে এই নির্বাচনে ভালো ফলাফল করে জনতাকে এবং দলীয় কর্মীদের মধ্যে প্রেরণা সৃষ্টি করতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব। সূত্র – দ্য কুইন্ট

 

Related Articles

Back to top button
error: