HighlightNewsআন্তর্জাতিক
আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণ, আহত একাধিক
টিডিএন বাংলা ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় আচমকাই একটি বিস্ফোরণ ঘটে। সেই সময় স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ চলছিল। জানা গিয়েছে, টুর্নামেন্টের নাম শেপ্রেজা ক্রিকেট লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওই বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্ট্যান্ডে অনেকেই পদদলিত হন।