দেশ

ফের বামেদের রক্তক্ষরণ? ২ তারিখ কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া

টিডিএন বাংলা ডেস্ক : বিগত কয়েক দিন ধরেই জোর জল্পনা। সিপিআইয়ের তরুণ নেতা কানহাইয়া কুমার সম্ভবত দল ছাড়ছেন। কানহাইয়া কিছু না জানালেও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতার দাবি, কানহাইয়া কুমার শেষমেষ বামদল ত্যাগ করে কংগ্রেসের সঙ্গেই হাত মেলাতে চলেছেন। ইতিমধ্যেই কানহাইয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে দেখাও করেন। এবার প্রকাশ্যে এল বামেদের এই তরুণতুর্কি কানহাইয়ার কংগ্রেস দলের সঙ্গে নিজের রাজনৈতিক যাত্রা শুরুর দিনক্ষন। ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন উপলক্ষে কংগ্রেস দলের তরফ থেকে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই কানাইয়া কুমারের কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হবে।

সূত্রের খবর, কানহাইয়ার পাশাপাশি কংগ্রেসে যোগ দিতে চলেছেন গুজরাতের বিধায়ক জিগ্নেশ মেভানি। শুধু তাই নয়, এই দুই নেতার হাত ধরে দুই দলেরই একাধিক সদস্য কংগ্রেসে যোগ দিতে চলেছেন। প্রথমে ২৮ সেপ্টেম্বর তাঁদের কংগ্রেস দলে যোগ দেওয়ার কথা ছিল। পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়। গান্ধি জয়ন্তীর মঞ্চ থেকেই এই দুই নেতার কংগ্রেসে যোগদানের কথা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

যদিও বামদলের পক্ষ থেকে এই সম্ভাবনার কথা পুরোপুরি গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা কানহাইয়ার সঙ্গে দেখা করেন। তারপরই তিনি জানিয়েদেন, এই ধরণের জল্পনার আমি নিন্দা করছি। কানহাইয়া আমাদের দলের সম্পদ। তিনি আমাদের জাতীয় কর্মসমিতির সর্বকনিষ্ঠ সদস্য। অন্যদিকে সোমবার কংগ্রেসের এক শীর্ষ নেতা কার্যত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আগামী ২ অক্টোবরেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছেন কানহাইয়া।

Related Articles

Back to top button
error: