টিডিএন বাংলা ডেস্ক : ভূস্বর্গে ফের ঝরল রক্ত। বান্দিপোড়ার গুলশন চক এলাকায় জঙ্গিদের গুলিতে নিহত দুই পুলিশকর্মী। শুক্রবার সকালে পুলিশের টহলদারি ভ্যান লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। তাতেই শহিদ হযন দুই পুলিশকর্মী। এই জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
একদিকে সিডিএস বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। অন্যদিকে তখন কাশ্মীরে জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে শহিদ সার্জেন্ট মহম্মদ সুলতান, কনস্টেবল ফৈয়াজ আহমেদ নামে ২ পুলিশকর্মী। কাশ্মীর পুলিশের তরফে একটি ট্যুইট করা হয়। তাতেই এই শোকের খবর জানানো হয়। এই জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন ওমর আবদুল্লা। ট্যুইটে লেখেন, ‘এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। এই গুলি চালনার ঘটনায় দুই কর্তব্যনিষ্ঠ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আল্লাহ তাঁদের আত্মার শান্তি দিক এবং পরিবার দু’টিকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিক।”
রাজ্যসভায় স্বারাষ্ট্রমন্ত্রেকর প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ১ ডিসেম্বরের দেওয়া রিপোর্টে উল্লেখ, উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা কমছে। কিন্তু, জম্মু-কাশ্মীরে ক্রমশ অসামরিক ব্যক্তিদের উপর হামলার ঘটনা বেড়েছে। ফলে এদিনের হামলায় ফের প্রশ্নের মুখে ভূস্বর্গের নিরাপত্তা।