HighlightNewsদেশ

ফের রক্তাক্ত উপত্যকা ! হত ২ শিক্ষক

টিডিএন বাংলা ডেস্ক : ফের রক্তাক্ত হল উপত্যকা। বৃহস্পতিবার সকালে কাশ্মীরের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে ঢুকে এলোপাথারি হামলা চালাল জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় দু’জন শিক্ষকের । দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত প্রধান শিক্ষকের নাম সুপিন্দর কৌর এবং অপর শিক্ষকের নাম দীপক চান্দ। এদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত ও অপরজন শিখ ধর্মাবলম্বী বলে জানা গিয়েছে। যে সময় ঘটনাটি ঘটে, ওই সময় প্রিন্সিপালের অফিসে বসে বৈঠক করছিলেন শিক্ষকরা। তখনই ঢুকে পড়ে দুই জঙ্গি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১১টা ১৫ নাগাদ দুই হিন্দু শিক্ষককে টেনে বেরে করে আনা হয় স্কুল বিল্ডিংয়ের বাইরে। তারপর তাঁদের ওপর এলোপাথারি গুলি চালানো হয়। স্কুলের মাঠেই তাঁরা লুটিয়ে পড়েন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনী তল্লাশি। এদিনের এই ঘটনার তীব্র নিন্দা করেছে ‘দ্য জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি’। মঙ্গলবারও এক কাশ্মীরী পণ্ডিতকে খুন করে জঙ্গিরা। নিজের ফার্মেসি-তে ওষুধপত্র সরবরাহের কাজ করতেন তিনি। অন্যদিকে চলতি মাসেই উপত্যকার সফরে যাওয়ার কথা। তার আগে নতুন করে জঙ্গি হামলা, চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

Related Articles

Back to top button
error: