টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারীর এই সংকট পরিস্থিতিতে এক ভয়াবহ চিত্র ফুটে উঠছে উত্তর প্রদেশ, বিহার এবং হরিয়ানার বেশ কিছু অংশে। নদীতে ভেসে আসছে একের পর এক করোনা আক্রান্তের লাশ। জানা গেছে, শ্মশানঘাটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত করোনা আক্রান্তদের দেহ নদীর জলে ভাসিয়ে দিয়েছেন পরিবারের লোকেরা। এই ঘটনা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এ প্রসঙ্গে একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”নদীতে অগুণিত শব বয়ে যাচ্ছে, হাসপাতলে মাইলখানেক লাইন, সুরক্ষিত জীবনের অধিকার হরণ করা হয়েছে! প্রধানমন্ত্রী, ওই গোলাপী চশমা খুলুন যেখানে সেন্ট্রাল ভিসা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না।”
नदियों में बहते अनगिनत शव
अस्पतालों में लाइनें मीलों तक
जीवन सुरक्षा का छीना हक़!PM, वो गुलाबी चश्में उतारो जिससे सेंट्रल विस्टा के सिवा कुछ दिखता ही नहीं।
— Rahul Gandhi (@RahulGandhi) May 11, 2021