HighlightNewsরাজ্য

ব্যারাকপুরের কারখানায় তীব্র শব্দে বিস্ফোরণ বয়লারে, ছড়িয়ে পড়া আগুন-পাথরে ক্ষতিগ্রস্ত ১০টি বাড়ি

টিডিএন বাংলা ডেস্ক : শনিবার যখন গভীর ঘুমে আচ্ছন্য সকলে। তখন মধ্যরাতে ব্যারাকপুরের টিটাগড়ে ‘টিটাগড় ওয়াগনস’ কারখানায় তীব্র শব্দে বিস্ফোরিত হল একটি বয়লার। এই ঘটনায় আশে পাশে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে দেওয়ালের কংক্রিট, তরল ইস্পাত, পাথরের চাই। একইসঙ্গে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে লেগে যায় আগুন। ছড়িয়ে পড়া আগুন-পাথরে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১০টি বাড়ি। তবে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন স্থানীয় বহু মানুষ। এই বয়লার বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে রাত প্রায় ১:১৫ মিনিটে আচমকাই সেখানকার একটি কারখানায় একটি বয়লার তীব্র শব্দে বিস্ফোরিত হয়। হঠাত্‍ই ফেটে যাওয়া সেই বয়লারের পাথর, তরল ইস্পাত ও আগুনের ফুলকি বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মারাত্মক গতিবেগ থাকায় পাথরের বড় বড় চাঁই আশপাশের বাড়ির দেওয়াল ভেদ করে ঢুকে যায়। প্রায় ২০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে বোল্ডার ও আগুন। গাছপালাতেও আগুন লেগে যায়। একটি নারকেল গাছের মাথায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ভারতীয় রেলের সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা টিটাগড় ওয়াগনস। স্থানীয়দের দাবি অনুযায়ী শনিবার, হঠাত্‍ই দাউ দাউ করে জ্বলতে শুরু করে সিলিং। এই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত টিটাগড় ওয়াগনসের পক্ষ থেকে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়নি। যা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। ক্ষতিগ্রস্থরা চান তাঁদের ক্ষতিপূরণ দিক কারখানা কর্তৃপক্ষ।

অন্যদিকে, টিটাগড় ওয়াগনসের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। একটি সরকারি মালিকানাধীন সংস্থায় কীভাবে এমন বিপর্যয় ঘটল তা নিয়ে প্রশ্ন আছে স্থানীয়দের মধ্যে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এবং কেন এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই কারখানা থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Related Articles

Back to top button
error: