HighlightNewsরাজ্য

বোমা বিস্ফোরণ বাসন্তীতে! পুড়ল একাধিক বাড়ি, আতঙ্কিত এলাকাবাসী

টিডিএন বাংলা ডেস্ক : বগটুই কাণ্ডের ছায়া বাসন্তীতে! মালদহের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সর্দার পাড়ায় বোমা বিস্ফোরণে উড়ল একটি বাড়ি। আগুনে পুড়ল একাধিক বাড়ি। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেখানে বোমা মজুত রাখা ছিল। সেটাই আচমকা ফেটে আগুন লেগে যায় বাড়িটিতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ি। ঘটনার খবর পেয়েই ছুটে গিয়েছে বাসন্তী থানার পুলিশ। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

গত সপ্তাহে রামপুরহাটের বগটুইয়ের ঘটনার পরই তত্‍পর হয়ে ওঠে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বোমা, গোলা-গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে অভিযান চালাচ্ছে পুলিশ। বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হয়েছে বহু দুষ্কৃতী। এর মধ্যেই বাসন্তীতে ঘটে গেল এই বিস্ফোরণ। সাত সকালে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কত বোমা মজুত ছিল ওই বাড়িতে তা জানা যায়নি। মঙ্গলবার সকালে বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান, এই বাড়িতে বোমা মজুত ছিল সেই বোমাই ফেটে এই বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে একাধিক বাড়ি পুড়ে গেছে বলে খবর। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে বাড়িটিতে আগুন লাগে। ভিতর থেকে ৫-৬ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে তাতেও রক্ষা মেলেনি। মাটির বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

Related Articles

Back to top button
error: