HighlightNewsরাজ্য

দুবরাজপুরের গাঁড়া গ্রামে বোমাবাজি, গ্রেফতার ৮

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : গতকাল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের গাঁড়া গ্রামে গুলি ও বোমাবাজির ঘটনায় ৮ জন অভিযুক্তকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। উল্লেখ্য, গতকাল সোশ্যাল অডিট ও সরকারি প্রকল্পের সার্ভেকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে এবং পদুমা অঞ্চলের সভাপতি মুকুল মন্ডল ও কার্যকরী সভাপতি তরুণ গড়াইয়ের অনুগামীরা বিবাদে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। লাঠি ইটের পাশাপাশি বোমাবাজির ঘটনা ঘটে, চলে গুলিও। এই ঘটনার জেরে গতকাল থেকেই গ্রামে বসেছে পুলিশ পিকেট। গতকাল থেকে বুধবার পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিশ।

পুলিশ তল্লাশি চালিয়ে গ্রাম থেকে উদ্ধার করেছে একটি দেশি কারবাইন, একটি মাস্কেট সহ ছটি কার্তুজ। আজ ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। অভিযুক্ত জমিরুদ্দিন খান ও দোস্ত মহম্মদ খানের ১০ দিনের পুলিশী হেফাজত চাওয়া হলে বিচারক ৭ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। বাকী ৬ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁরা হলেন আব্দুল গফ্ফর খান, লালু খান, এনামুল খান, খুস মহম্মদ খান, ফিরদৌস খান, ধন মহম্মদ খান। এদের বিরূদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান দুবরাজপুর আদালতের এসপি রাজেন্দ্র প্রসাদ দে।

Related Articles

Back to top button
error: