টিডিএন বাংলা ডেস্ক : করোনা অতিমারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব। একের পর এক নতুন ভ্যারিয়েন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। এই সব নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বুস্টার অকার্যকর বলে মনে করছে ‘হু’। এখন প্রয়োজন নতুন ভ্যাকসিনের বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। তাদের বক্তব্য, পুরনো টিকার বুস্টার ডোজ দিয়েও করোনার নয়া স্ট্রেনগুলির সংক্রমণ রোখা যাবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ তাদের বক্তব্যে জানিয়েছে, এমন ভ্যাকসিন তৈরী করা প্রয়োজন, যাতে করোনার সংক্রমণ রোধ এবং ছড়িয়ে পড়া বন্ধ করার ক্ষেত্রে আরও কার্যকারী ভূমিকা নিতে পারে। ‘হু’ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে নতুন ভ্যাকসিন তৈরি করার জন্য উৎসাহ দিয়েছে।
‘হু’-এর টিকার উপাদান সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলী (TAG-CO-VAC) জানিয়েছে, পুরনো টিকাগুলির বুস্টার ডোজ বারবার দিলেও করোনার সংক্রমণ রুখে দেওয়া যাবে না। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে পারবে না এই ভ্যাকসিন।
তারা আরও বলেছে,’করোনার সংক্রমণ এবং ছড়িয়ে পড়া রোখার পাশাপাশি গুরুতর অসুস্থতা এবং মৃত্যু রুখতে পারে এমন প্রভাবশালী ভ্যাকসিনের প্রয়োজন। এবং এই ধরনের ভ্যাকসিন দ্রুত তৈরি করা উচিত। যতদিন তা তৈরি করা সম্ভত না হচ্ছে ততদিন আমাদের হাতে যে ভ্যাকসিন (Corona Vaccine) আছে, তারই উপাদানের পরিমাণে পরিবর্তন আনতে হবে। একমাত্র তাহলেই এই ভ্যাকসিন গুলি ‘হু’-এর বলে দেওয়া মাত্রা পর্যন্ত সুরক্ষা দিতে পারবে।”