আসছেন না বরিস জনশন, ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টই এবার প্রজাতন্ত্র দিবসের প্ৰধান অতিথি!

টিডিএন বাংলা ডেস্ক: আসছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনশন। আর তাই এবার ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টই এবার প্রজাতন্ত্র দিবসের প্ৰধান অতিথি! জানা গিয়েছে, এবছর প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ আমেরিকার সুরিনামের প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকাপ্রসাদ সন্তোখিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।