HighlightNewsদেশ

হিন্দু মেয়ের সঙ্গে প্রেম ছেলের, মুসলিম দম্পতিকে পিটিয়ে হত্যা করল মেয়ের পরিবার

টিডিএন বাংলা ডেস্ক: তাঁদের ছেলে কেন প্রতিবেশী হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করেছে– এই অভিযোগ তুলে পিটিয়ে মেরে ফেলা হল মুসলিম বাবা-মাকে শুক্রবার উত্তরপ্রদেশের সীতাপুরের এই ঘটনায় অভিযুক্ত সেই হিন্দু প্রেমিকারই বাবা ও দম্পতির হিন্দু প্রতিবেশীরা।

পুলিশ সূত্রের খবর, ওই প্রৌঢ় দম্পতির নাম আব্বাস এবং কামরুল নিশা। অভিযোগ, গত শুক্রবার আব্বাস এবং নিশার উপর চড়াও হয় তাঁদেরই প্রতিবেশী কয়েকজন। বেধড়ক মারধর করা হয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। এর পরেই অভিযুক্তরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালায়।

স্থানীয় সূত্রের খবর, ওই দম্পতির ছেলের সঙ্গে পাশের প্রতিবেশী এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বেশ কয়েক বছর ধরে। ২০২০ সালে ওই তরুণীকে নিয়ে পালিয়েও গিয়েছিলেন সেই ছেলে। সেই সময়ে প্রেমিকা ছিল নাবালিকা, ফলে প্রেমিকের বিরুদ্ধে মামলা করে মেয়েটির পরিবার। গ্রেফতার হয়ে জেলেও যান সেই মুসলিম প্রেমিক। এর পরে সদ্যই জেল থেকে ছাড়া পান তিনি।
জানা গেছে, ছাড়া পাওয়ার পরে তরুণীর সঙ্গে আব্বাসের ছেলে ফের যোগাযোগ করলে প্রেমিকার পরিবার আশঙ্কা করে, ফের তাদের মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারেন প্রেমিক। সেই আশঙ্কা থেকেই ওই যুবককে ভয় দেখাতে চায় তারা, সে জন্যই মারধর করা হয় তাঁর বাবা-মাকে। কিন্তু মাত্রাছাড়া মারের চোটে তাঁদের মৃত্যু হয়।

সঙ্গে সঙ্গে ওই তরুণীর বাবা-সহ পাঁচ অভিযুক্ত পালিয়ে যায়। যদিও পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে পরে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। সূত্র – দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: