HighlightNewsখেলাদেশ

বিশ্বকাপে ভারতীয় দলে উমরান মালিককে না নেওয়ায় নির্বাচকদের সমালোচনায় সরব ব্রেট লি

টিডিএন বাংলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিশ্বের অন্যতম সেরা গতি সম্পন্ন প্লেয়ার উমরান মালিককে না নেওয়ায় নির্বাচকদের সমালোচনায় সরব হলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাক্তন পেসার ব্রেট লি। আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের হয়ে এই বিশ্বকাপে কারা কারা খেলবেন সেই নামও ঘোষণা করেছে ভারতীয় বোর্ডের নির্বাচকমন্ডলী। কিন্তু অবাক করার মত বিষয় হচ্ছে সেই তালিকা থেকে বাদ পড়েছেন উমরান মালিকের মত বিধ্বংসী গতি সম্পন্ন তরুন প্লেয়ার উমরান মালিক। এই ঘটনায় ভারতীয় বোর্ডের নির্বাচকমন্ডলীর এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন এক সময়ের বিশ্ব কাঁপানো পেসার ব্রেট লি। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘উমরান প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে। তোমার কাছে বিশ্বের সেরা গাড়িটা রয়েছে। অথচ সেটা তুমি গ্যারাজে রেখে গিয়েছ। তা হলে সেই গাড়ির কী লাভ? ভারতের বিশ্বকাপের দলে উমরানকে নেওয়া উচিত ছিল।’’

একই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘উমরান তরুণ। নিজের সব শক্তি দিয়ে বল করে। ওকে দলে নিয়ে অস্ট্রেলিয়ার উইকেটে ছেড়ে দেওয়া উচিত ছিল। ওখানে ও সাহায্য পেত। ঘণ্টায় ১৪০ কিলোমিটার ও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করার মধ্যে পার্থক্য রয়েছে।’’ প্রসঙ্গত, এছাড়াও মোহম্মদ সামির মত অভিজ্ঞ ও বিশ্বস্ত প্লেয়ারকেও বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নামের তালিকা থেকে। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় বোর্ডের নির্বাচকমন্ডলীকে।

Related Articles

Back to top button
error: