টিডিএন বাংলা ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ব্রিটেন। বুধবার ব্রিটিশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহ থেকেই গোটা ব্রিটেনজুড়ে টিকাকরণের কর্মসূচি শুরু হবে। তবেই এই টিকাকরন করা হবে অগ্রাধিকার ভিত্তিতে। প্রথম দফায় কালা টিকা পাবেন সেই তালিকায় ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ব্রিটিশ সরকার। করোনার সংক্রমণের ঝুঁকি যাদের বেশি রয়েছে সেই সমস্ত স্বাস্থ্যকর্মী এবং ৮০ বছর বয়সী সহ সমাজসেবীদের এই টিকা দেওয়া হবে। প্রথম দফায় টিকাকরণের পর আগামী বছর ৫০ বছরের বেশি বয়সীদের এবং যাদের আগে থেকেই স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে তাদের টিকাকরন করা হবে।
ব্রিটেনের মেডিসিন এবং হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি জানিয়েছে, ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। আপাতত দুটি ডোজের মাধ্যমে এই টিকাকরন করা হবে। আগামী কিছুদিনের মধ্যেই সিঙ্গেল দোষের করণা ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই ব্রিটেনের দু কোটি মানুষের জন্য চার কোটি ডোজের বরাত দিয়েছে সরকার। তবে এই টিকা করনের প্রক্রিয়া শুরু হলেও আগের মতই মাস্ক পরা বা শারীরিক দূরত্ব বজায় রাখার মতো করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই স্বাস্থ্যবিধি নিয়ে কোনোরকম ঢিলেমি না করার বার্তা দিয়েছে ব্রিটিশ সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বের ঘোষণা অনুযায়ী,ভারতীয় মূল্যে এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের জন্য খরচ করতে হবে ১০ ডলার অর্থাৎ ৭৩৭ টাকা।