ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন!

ছবি সুত্রঃ financialexpress.com

টিডিএন বাংলা ডেস্ক: ব্রিটেনের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হতে পারেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অন্যতম প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ায় দলের ভিতরেই তার বিরুদ্ধে তৈরি হয় ক্ষোভ। শেষ পর্যন্ত চাপে পড়ে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি। তার সেই ছেড়ে যাওয়া পদে নির্বাচন শুরু হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মধ্যে। প্রথমে ১১ জন প্রার্থী থাকলেও শেষে পর্যন্ত প্রতিযোগিতায় টিকে আছেন ৫ শীর্ষ টোরি নেতা। এরই মধ্যে ৩টি রাউন্ডে ভোট হয়েছে। আর ৩টি রাউন্ডেই এগিয়ে আছেন ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের কর্ণধার নারায়ণমূর্তির জামাই ঋষি সুনক।

কনজারভেটিভ পার্টির সদস্যেরা আগামী ৫ সেপ্টেম্বর নির্ধারণ করবেন বরিস জনসনের পরবর্তী ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের উত্তরসূরী। ওই দিন পার্টির ২০ হাজার সদস্যের ভোটাভুটির মাধ্যমে তাঁদের পরবর্তী নেতা তথা ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এক্ষেত্রে সবার থেকে অনেকটাই এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। এছাড়াও প্রধানমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন বিদেশমন্ত্রী লিজ ট্রাস। আইন, বাণিজ্য, রাজস্বের মতো একাধিক দফতর সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। বৃহস্পতিবারের ভোটে ৬৪টি ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন লিজ ট্রাস।