HighlightNewsদেশ

লালকেল্লা, জামা মসজিদ সংস্কারের দাবি বিএসপি সাংসদ দানিশ আলির

টিডিএন বাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়ে বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেছেন। জানা গিয়েছে এই করিডর তৈরীতে খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সাংসদ দানিশ আলি লোকসভায় এ প্রসঙ্গে দিল্লিতে অবস্থিত জামা মসজিদ, লালকেল্লার মত ঐতিহাসিক স্থানগুলির সংস্কারের তেমন কোনো পরিকল্পনা কেন নেয়না সরকার সেই প্রশ্ন তুললেন।

বিএসপির দানিশ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেন, ‘‘প্রতি বছর লক্ষাধিক পর্যটক দিল্লিতে এসে লালকেল্লা, জামা মসজিদ দেখতে যান। এই মসজিদ দেখতে আসেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানও। কিন্তু তা সত্ত্বেও তার নানা জায়গা রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। কেন্দ্র এর সংস্কারের দায়িত্ব নিক।’’ প্রসঙ্গত, ইতিপূর্বে জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারিও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে এর সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন।

দানিশ আলির কথার উত্তরে সংস্কৃতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি বলেন, ‘‘ওই মসজিদ দিল্লি সরকারের ওয়াকফ বোর্ডের অধীনে। যদি তা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আইএসআই-এর আওতায় থাকত, তা হলে সরকার সরাসরি এর মেরামতি করতে পারত। তবে এ ক্ষেত্রে দিল্লি সরকার সাহায্য চাইলে, কেন্দ্র অবশ্যই ভেবে দেখবে।’’

Related Articles

Back to top button
error: