HighlightNewsরাজ্য

নার্সিংহোম থেকে বাড়ি ফিরলেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে করোনামুক্ত হয়ে সস্ত্রীক বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সূত্রের খবর অনুযায়ী তার শরীরে অ্যান্টিবডি রিপোর্ট স্বাভাবিক। করোনার গাইডলাইন মেনে ২১ দিন অতিক্রম করার পর নার্সিংহোম থেকে অবশেষে বাড়ি ফিরলেন বুদ্ধদেব বাবু, তাঁর স্ত্রী মিরা ভট্টাচার্য ও তাঁদের কন্যা। তবে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হলেও আপাতত চিকিৎসকদের নজরদারিতে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গত বুধবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে মুক্তি পান বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মিরা ভট্টাচার্য। এরপর তাদের সিআইডি রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানেই স্ত্রী-কন্যার সঙ্গেই ভর্তি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত এক সপ্তাহ ধরে ওই নার্সিংহোমে চিকিৎসা চলছিল তাঁদের। এবার অবশেষে নার্সিংহোম থেকে সস্ত্রীক বাড়ি ফিরলেন বুদ্ধবাবু।

Related Articles

Back to top button
error: