টিডিএন বাংলা ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের হেলথ বুলেটিন অনুযায়ী, ফুসফুসে সামান্য জল থাকলেও উদ্বেগের কারণ নেই, এমনটাই জানা গিয়েছে পরীক্ষায়। তবে, অক্সিজেনের মাত্রায় সামান্য হেরফের করা হতে পারে। আজ ফের করা হবে সোয়ালো অ্যাসেসমেন্ট টেস্ট। তবে, রাইস টিউব ছাড়া বুদ্ধবাবুকে নরম খাবার দেওয়া যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সূত্রের খবর, বুদ্ধবাবুর শরীরের সমস্ত প্যারামিটার ইতিবাচক।