Highlightদেশ

এক বন্ধনীতে ষাঁড়-মহিলা! বিতর্কে যোগী

টিডিএন বাংলা ডেস্ক : আব্বাজন মন্তব্যে বিতর্কের মাঝেই ফের বিতর্কে যোগী আদিত্যনাথ। এবার মহিলাদের সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। সুশাসনের প্রচার করতে গিয়ে মোষ ও ষাঁড়ের সঙ্গে এক বন্ধনীতে রেখে ফেলেন মেয়ে-বোনেদের।

ঠিক কী বলেছেন তিনি? আগে ষাঁড়, মোষ বা মহিলা কেউই নিজেকে সুরক্ষিত মনে করত না। এখন বদলেছে পরিস্থিতি। সকলেই নিজেকে সুরক্ষিত মনে করছে। কিন্তু রাজ্যের সুরক্ষার ঢাকঢোল পেটাতে গিয়ে, আদপে জন্ম দিয়েছেন নতুন বিতর্কের।এর পাশাপাশি লখনউতে দলের সদর দফতরে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ”আপনারাই বলুন, এখন কি কোনও পরিবর্তন চোখে পড়ে? ষাঁড়, মোষ বা মহিলা কাউকেই জোড় করে তুলে নিয়ে যাওয়া হয় কি? আগে উত্তরপ্রদেশকে রাস্তার গর্ত দেখে চিনত। রাতে রাস্তায় বেরোতে ভয় পেত। এখন সব কিছু বদলে গেছে।”

এই বিতর্কের মধ্যে ট্যুইটারে যোগীকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তিনি লেখেন, ”যিনি ঘৃণা ছড়ান, তিনি কীভাবে যোগী হতে পারেন?” ট্যুইটে যোগীর নাম না নিলেও, তাঁর নিশানায় যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীই তা বলার অপেক্ষা থাকে না। পাল্টা ট্যুইট যোগীর অফিসের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এসেছে। সেখানে লেখা হয়েছে, শ্রীমান রাহুলজি, অপরাধীদের সাম্রাজ্যের উপর বুলডোজার চালানো যদি ঘৃণা হয়, তাহলে এই ঘৃণা বজায় থাকবে।
আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। তার আগে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। কিছুদিন আগে নিজের রাজ্যের উন্নয়নের ঢাক পেটাতে গিয়ে কলকাতার মা উড়ালপুলের ছবি তুলে ধরা হয় বিজ্ঞাপনে। যা নিয়ে কম সমালোচনা হয়নি। এমনকী এই নিয়ে আরটিআই পর্যন্ত হয়েছে। এবার ফের মহিলা, ষাঁড় ও মোষকে এক বন্ধনীতে রেখে বিতর্কে পড়লেন যোগী।

Related Articles

Back to top button
error: