টিডিএন বাংলা ডেস্ক: ওয়েলফেয়ার পার্টির নেতার বাড়িতে বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন জামায়াতে ইসলামী হিন্দের জাতীয় সভাপতি সৈয়দ সদাতুল্লাহ হুসেইনী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন হুসেইনির আবেদন, সমগ্র দেশের জনগণের উচিত এই ঘটনার তীব্র নিন্দা করা।
হুসেইনীর করা ওই পোস্ট লেখা হয়েছে, “এলাহাবাদের জাভেদ মোহাম্মদের বাড়িতে পুলিশি ভাংচুর এমন একটা ঘটনা যা কোনো সভ্য সমাজ কল্পনাও করতে পারেনি। পুলিশ খোদ আইনের শাসনের অবসান ঘটাতে উদ্যত। সমগ্র দেশের জন্য এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়। আমাদের সকলের উচিত এর তীব্র নিন্দা করা।”