টিডিএন বাংলা ডেস্ক : ‘বুল্লি বাই’ অ্যাপকাণ্ডে বেঙ্গালুরু থেকে আটক এক যুবক। আটক ওই যুবক একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। মুম্বই পুলিশ মঙ্গলবার তাকে গ্রেফতার করে। ধৃতকে ১০ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ড থেকে আটক করা হয় এক মহিলাকে।
কী এই ‘বুল্লি বাই’ অ্যাপ? এই অ্যাপে প্রচুর মুসলিম মহিলাকে ‘নিলামের’ জন্য নথিভুক্ত করা হয়।কোনও অনুমতি না নিয়েই তাঁদের ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ঘটনার নিন্দা করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। সম্প্রতি ‘সুল্লি ডিলস’ নামে এরকমই একটি অ্যাপ সামনে এসেছিল। অভিযোগ সেখানেও মুসলিম মহিলাদের অনলাইনে ‘বিক্রি’ করছিল। সেই বিতর্কের মধ্যে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘বুল্লি বাই’ অ্যাপ ব্লক করা হয়েছে৷
বুল্লি বাই অ্যাপে এক মহিলা সাংবাদিকের ছবি ব্যবহার করা হয়। তিনি বিষয়টি জানতে পারেন। প্রতিবাদে সরব হন ওই সাংবাদিক। সুযোগ বুঝে ময়দানে নেমে পড়েন রাজনীতিবিদরাও। বুল্লি বাই কাণ্ডে যে ২জনকে ধরা হয়েছে, তারা একে অপরকে চিনতেন বলে খবর। দুজনকেই জেরা করে এই কাণ্ডের পর্দা ফাঁস করতে চাইছে পুলিশ।