টিডিএন বাংলা ডেস্ক : জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন। জ্বলছে কাজাখস্থান। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে নিহত কমপক্ষে ১৬৪ জন। নিহতদের মধ্যে দুইজন শিশুও আছে। দেশটির অন্যতম প্রধান শহর আলমাটিতে নিহত হয়েছেন ১০৩ জন। পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
‘বিবিসি’ সূত্রে খবর, ১ জানুয়ারি কাজাখস্থান সরকার জ্বালানি তেলের দাম এক ধাক্কায় দ্বিগুণের বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমে মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ইস্তফা দেন প্রধানমন্ত্রী আসকার মমিন। এই পরিস্থিতিতে রাশিয়ার সাহায্য চান সে দেশের প্রেসিডেন্ট। সেই অনুরোধে সাড়া দিয়ে কাজাখস্থানে হাজির হয় রুশ সেনা।
কিন্তু তাতেও বিক্ষোভের আগুন নেভেনি। রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগুমবায়েভ সাংবাদিকদের বলেন, বিক্ষোভ চলাকালীন ১০০ এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাঙ্কে হামলা এবং লুটপাট চালানো হয়েছে। ৪০০ গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৮ মিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছে।