রাজ্য

কামালগাজিতে ভাঙচুর বাস, ডোমজুড়ে রেললাইনে গাছের গুড়ি ফেলে অবরোধ বামেদের, দেশজুড়ে সাধারণ ধর্মঘট

টিডিএন বাংলা ডেস্ক: আজ দেশজুড়ে বামেদের সাধারণ ধর্মঘট। ১৬ টি শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘটে সামিল হয়েছে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি। এই বোনকে নৈতিকভাবে সমর্থন করছে তৃণমূল।তবে এই বন্ধে শামিল হয়নি আরএসএসের শ্রমিক সংগঠন। সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বন্ধের তোড়জোড় দেখতে পাওয়া যাচ্ছে। কামালগাজি মোড়ে সরকারি বাস ভাঙচুর করা হয়েছে। যাত্রী সমেত অটো দাঁড় করিয়ে, যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। সকাল সাড়ে সাতটা নাগাদ হাওড়ার ডোমজুড় স্টেশনে রেল লাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করা হয়। ব্যাহত হয়েছে হাওড়া আমতা ডাউন লোকাল। টাকি রোড ও যশোর রোডের সংযোগস্থল বারাসাত চাপাডালি মোড় ও পথ অবরোধ করেছেন বামেরা। শিয়ালদহ কৃষ্ণনগর মেন লাইনে শ্যামনগর স্টেশন এর কাছে ১০ মিনিট রেল অবরোধ করেন ধর্মঘটীরা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে ডাউন বনগাঁ লোকাল লক্ষ্য করে পাথর ছড়ানো ধর্মঘটের সমর্থকরা। বারাসাতে যাত্রীদের বাস থেকে নামিয়ে সরকারি বাসে তালা লাগিয়ে দেন ধর্মঘটের সমর্থকরা।

বাম ধর্মঘট ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোচবিহারের বিভিন্ন জায়গায়। সরকারি বাসে ঢিল ছুঁড়ে কাচ ভেঙে দেন ধর্মঘটীরা। শুধু তাই নয় কেশব রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধর্মঘটের সর্মথকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

হাওড়া দাসনগর এলাকায় বাম সাধারন ধর্মঘটের অন্য চিত্র ধরা পড়েছে। রাস্তায় বসে লুডো খেলছেন বন্ধ সমর্থকরা। অপরদিকে বাঁকুড়ার বড়জোড়ার চৌমাথা মোড় অবরোধ করা নিয়ে পুলিশের সঙ্গে বচসা এলিপ্ত ধর্মঘটীরা। ইতিমধ্যেই ৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

Related Articles

Back to top button
error: